এ বিষয়ে এডিবি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান গ্রামীণ যোগাযোগ উন্নয়ন (রুরাল কানেকটিভিটি ইম্প্রুভমেন্ট) প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে ১৯ কোটি ডলার দেবে সংস্থাটি। এ ছাড়া শহর এলাকায় সুশাসনের সুযোগ বৃদ্ধি ও অবকাঠামো উন্নয়নে (ইম্প্রুভিং আরবান গভর্ন্যান্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রোগ্রাম) আলাদাভাবে দেওয়া হবে ৩০ কোটি ডলারের ঋণ।
এডিবি জানিয়েছে, গ্রামীণ যোগাযোগ উন্নয়ন প্রকল্পে অর্থায়নের ফলে গ্রামীণ রাস্তাগুলো উন্নত হচ্ছে। এর ফলে গ্রামীণ কৃষি এলাকাগুলোর উৎপাদনশীলতা বাড়ছে এবং গ্রামীণ আর্থসামাজিক অবস্থারও উন্নতি হচ্ছে।