প্রাপ্য সম্মান না দেওয়া, রাজনৈতিক সৌজন্য না দেখানোসহ নানা অভিযোগে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই শীর্ষ নেতার সঙ্গে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দুই শীর্ষ নেতার বিরোধ প্রকাশ্য রূপ নিয়েছে।
১ সেপ্টেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কেন্দ্রীয় ছাত্রলীগের ছাত্রসমাবেশ ছিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে বক্তব্য দেওয়ার সুযোগ না দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে ছোট করা হয়েছে বলে দাবি এই শাখার দুই শীর্ষ নেতার। এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা ছাত্রলীগের শীর্ষ দুই নেতার কণ্ঠেও একই সুর।